‘যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করেছে’

Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫ ১১:২৯ | আপডেট: ২ মে ২০২৫ ১৪:৫৬

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

কাশ্মীরে হামলার বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রাজনাথ সিংয়ের কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১ মে) এই আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়।

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পালটা পদক্ষেপ নিয়েছে।

হেগসেথ–রাজনাথ সিং আলাপের আগে বুধবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে ফোনে আলাপ হয়। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর জোর দেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

কাশ্মীরে হামলা
ভারতের প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *