প্রথম আলো
ইসরায়েল ও গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ শনিবার আরও তিন জিম্মি মুক্তি পাচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী আজ ইসরায়েলের কারাগার থেকে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস গতকাল জানায়, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আগামীকাল (আজ) তিন ইসরায়েলিকে ছেড়ে দেওয়া হবে। তাঁরা হলেন ওফার কালদেরন, কেইথ সিজেল ও ইয়ারডেন বিবাস। আর ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতিতে জানায়, জিম্মিদের ছেড়ে দেওয়ার পর ৯০ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে তারা।
গাজার তথ্যকেন্দ্র জানিয়েছে, আজ যে ৯০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাচ্ছেন, তাঁদের ৯ জনকে যাবজ্জীবন ও বাকি ৮১ জনকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছিল ইসরায়েল।
যুদ্ধবিরতি শুরুর পর এর আগে তিন ধাপে ১৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েল ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।