Google Alert – সামরিক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজাজুড়ে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরাইলি কর্মকর্তারা, মার্কিন ভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে ইসরায়েলের সম্মতি হওয়া এবং হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছেন।
গত কয়েক দিনে গাজায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান বাড়ানোর হুমকি দিয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশ থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, যা আগামী স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, “আমরা রাফাহতে যা করেছি, গাজা শহর ও মধ্য শিবিরে তেমনই করব। সবকিছু ধূলায় পরিণত হবে।” এটি যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ইঙ্গিত বহন করে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে। তিনি বলেন, “এই সময়সীমায় আমরা সব পক্ষের সঙ্গে মিলিত হয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করব।” ট্রাম্প আরও জানিয়েছেন, শান্তি আনতে কাতার ও মিসর মধ্যস্থতা করছে এবং হামাসকে প্রস্তাব গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “এ থেকে ভালো কোনো প্রস্তাব আর আসবে না, নাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।” তথ্যসূত্র : অ্যাক্সিওস