যুদ্ধবিরতি চুক্তি হয়নি, আগ্রাসন বন্ধ হলে

Bangla News

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কর্তৃক ইসরায়েলের আগ্রাসনের জবাবে শাস্তিমূলক সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।


তিনি বলেন, সব ইরানির সঙ্গে আমিও আমাদের বীর সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি— যারা দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর আক্রমণের জবাব দিয়েছেন।


এর আগে মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে আরাগচি আরও বলেন, ইরান বারবার স্পষ্ট করেছে—ইসরায়েলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান নয়।

 

এর আগের পোস্টে তিনি জোর দিয়ে লেখেন, এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো ‘চুক্তি’ হয়নি। তবে, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ তেহরান সময় অনুযায়ী সর্বোচ্চ ভোর ৪টার মধ্যে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আমাদের প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রাখি না।


আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে, তিনি মন্তব্যের শেষাংশে যোগ করেন।


এদিকে ইসরায়েলের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের একাধিক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর বন্ধ করে দেওয়া দেশটির আকাশসীমা এখন জরুরি ফ্লাইটের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।


সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে যে, এখন সারা দেশের জনগণকে আর নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হবে না বা তার কাছে থাকতে হবে না—তারা সেগুলো থেকে বের হয়ে আসতে পারবেন।


এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *