Independent Television
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার নির্ধারিত স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা বলেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন অস্থায়ী যুদ্ধবিরতি নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি। এর অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে যুক্তরাষ্ট্র জড়িত থাকবে।
এদিকে, মেলানিয়া ট্রাম্পকে লেখা ইউক্রেনের ফার্স্ট লেডির চিঠি ট্রাম্পের হাতে তুলে দেন জেলেনস্কি।
ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে গতকাল রোববার রাতেই ওয়াশিংটনে পৌঁছেছিলেন জেলেনস্কি। তারপর আজ সোমবার দুপুর ঠিক ১টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে পৌঁছান জেলেনস্কি।
ট্রাম্প-জেলেনস্কির এ বৈঠকে জেলেনস্কির সঙ্গে আছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ।
আর ট্রাম্পের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।
গত শুক্রবার একই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প। রাশিয়ার সীমান্তবর্তী মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার একটি সেনাঘাঁটিতে হয়েছিল সেই বৈঠক। এরপর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সবসময় দুর্দান্ত সম্পর্ক ছিল।’
এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘কিছু বিষয় এখনও নির্ধারণ বাকি রয়েছে। আরও অগ্রগতির জন্য আমাদের খুব ভালো সম্ভাবনা রয়েছে।’
এদিকে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমরা আশা করব ইউক্রেনীয়রা এবং ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় অবাঞ্ছিত বাধা সৃষ্টি করবে না। ট্রাম্প স্পষ্টভাবে তার দেশের সফলতা নিয়ে চিন্তিত। তবে তিনি বোঝেন যে রাশিয়ারও নিজস্ব স্বার্থ রয়েছে।’
পুতিনের সঙ্গে বৈঠক করার তিন দিনের মাথায় জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প।
এদিকে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক উপলক্ষে ওয়াশিংটনে পৌঁছেছেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তাদের সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি।
জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।