যুবককে পিটুনির পরদিন মিলল লাশ

Samakal | Rss Feed


যুবককে পিটুনির পরদিন মিলল লাশ

বাংলাদেশ

 সমকাল ডেস্ক 

2025-09-26

রাজধানীর দারুস সালামের দীপনগর এলাকায় নদী থেকে মো. শাহীন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। 
পুলিশ বলছে, মঙ্গলবার রাতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে বেধড়ক পিটিয়ে নদীতে ফেলে দেয় লোকজন। স্বজনের দাবি, বিরোধের জেরে তাঁকে হত্যা করে কিশোর গ্যাংয়ের হোতা দীপুর সহযোগীরা। 
দারুস সালাম থানার ওসি রকিবুল হোসেন সমকালকে বলেন, গণপিটুনির সময় পুলিশ ঘটনাটি জানতে পারেনি। শাহীন পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি পরিবারের সঙ্গে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় থাকতেন। বাড়ি শেরপুর। তাঁর সঙ্গে পিটুনির শিকার মোশাররফ সেদিন সাঁতরে তীরে উঠে যান। আরও একজন নিখোঁজ। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে দারুস সালামের গাবতলী ঘাট এলাকায় একটি নৌযান নোঙর করা ছিল। সেখানেই তিনজনকে পেটানো হয়। পরে তাদের ফেলে দেওয়া হয় নদীতে। আহত মোশাররফ সাংবাদিকদের জানান, ঘটনার রাতে দীপু গ্রুপের সদস্যরা তাদের পিটিয়ে ও কুপিয়ে নদীতে ফেলে দেয়। তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। গুরুতর আহত হওয়ায় শাহীন পানি থেকে উঠতে পারেননি। তাদের সঙ্গে আরও একজনের খোঁজ মেলেনি। 

হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে কামিনী কান্ত রায় (৬১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার তিতুমীর কলেজের উল্টো দিকের হোটেল ‘অবকাশ’-এর ৩০১ নম্বর কক্ষে মরদেহটি পাওয়া যায়। বনানী থানার এসআই মো. ইয়াছিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। 

দোহারে দাম্পত্য দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রী খুন 
ঢাকার দোহার উপজেলায় দাম্পত্য দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রী দুজনই খুন হয়েছেন। নিহতরা হলেন– উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের আলমখার চরের শাহআলমের মেয়ে জয়গন বেগম (৪৫) এবং তাঁর স্বামী একই ইউনিয়নের আহাম্মদ আলী হাওলাদারের বড় ছেলে আইয়ুব আলী হাওলাদার। 
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আইয়ুব আলী ৮-৯ বছর আগে জয়গন বেগমকে বিয়ে করেন। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল। আইয়ুব আলী জয়গন বেগমকে বিয়ে করে আলমখার চরে জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন। চলতি বছর আইয়ুব আলী তাঁর দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দেনা-পাওনা চুকিয়ে প্রথম স্ত্রীর কাছে ফিরে যান। গতকাল সকালে চরের বাড়ির দখল নিতে গেলে আইয়ুবের সঙ্গে জয়গনের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আইয়ুব দা দিয়ে জয়গনকে কুপিয়ে আহত করেন। চিৎকার শুনে জয়গনের আগের সংসারের ছেলে সাগর মিয়া (২৪), ভাই রিপন ও ছোট বোনের স্বামী রফিকুল ইসলাম এসে আইয়ুবকে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘরে থাকা কীটনাশক তাঁর মুখে ঢেলে উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা।   

অভয়নগরে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 
যশোরের অভয়নগরে চোর সন্দেহে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এক দল ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সকালে নসিব তালুকদারের লাশ স্থানীয় নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করে পুলিশ। 
অভয়নগরে নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী থানার সাবুখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামে মোমিন খানের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন। এ হত্যার ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

দাউদকান্দিতে কিশোরকে খুন  
কুমিল্লার দাউদকান্দি বাজারে মো. ফাহিম (১২) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে এক দল ছিনতাইকারী। দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, গত বুধবার সকালে সে অটো নিয়ে বের হয়ে রাতে বাসায় ফেরেনি। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার উত্তর নসর্নউদ্দী স্লুইসগেট এলাকায় স্থানীয় বাসিন্দারা ফাহিমের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ফাহিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। দাউদকান্দিতে বাসা ভাড়া নিয়ে মা, দুই ভাই ও এক বোনের সঙ্গে থাকত। 

কালিয়াকৈরে মুরগির দোকানের কর্মচারী নিহত 
গাজীপুরের কালিয়াকৈরে মুরগির দোকানের এক কর্মচারীর ছুরিকাঘাতে অপর কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ফুলবাড়ীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের দুদিন পর সাব্বির হোসেন সবুজ (৩০) নামে এক যুবকের মাথাবিহীন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৪টায় উপজেলার সীমান্ত এলাকা রশিদপুর গ্রামের একটি ধানক্ষেতের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি)

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *