যে কারণে থেমে গেল সালমানের ছবির শুটিং

Google Alert – সেনা

গেল কয়েক বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় বলিউড অভিনেতা সালমান খান। গত শুক্রবার একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, যেখানে সালমান খানকে ঘিরে প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে সরাসরি হুমকি শোনা যায়।

সেই অডিওতে বলা হয়, সালমানের সঙ্গে কেউ কাজ করলে তার পরিণতির দায় নিতে হবে নিজেকেই। বিষ্ণোইদের দাবি, সতর্কবার্তা অমান্য করলে গুলি চালানো হবে বুকে, ব্যবহার করা হবে একে-৪৭।

এই হুমকির পরপরই খবর এলো, সালমানের পরবর্তী সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’র সেট নাকি ভেঙে ফেলা হয়েছে। পরিচালক অপূর্ব লাখিয়া বলেছেন, আপাতত মুম্বাইয়ের শুটিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।

কিন্তু জল্পনা উঠেছে, সালমানের সংশ্লিষ্টতায় আসা পরিচালক, কলাকুশলী ও স্বয়ং নায়কের নিরাপত্তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না! তবে জানা গেল, ভাইজানের নিরাপত্তার জন্য নয় বরং অন্য এক কারণেই মুম্বাইয়ের সেট ভাঙা হয়েছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্টের ২২ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ অবধি লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে। তাই এখন থেকে শুটিং শুরু করলে ত্রিশ দিনে ভাইজানের লুকে বদল আসতে পারে। তাই ‘কন্টিনিউটি মিসটেক’ হোক এমনটা চাইছেন না পরিচালক অপূর্ব লাখিয়া।

গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চীন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। সে সময় লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চীনা সেনার।

‘চীন বিরোধী’ যুদ্ধের এই ছবিতে সালমানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু নামে একটি চরিত্রে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *