Google Alert – আর্মি
চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মো. শাহ আলম (৬০) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ১টার দিকে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার মোনারপুর এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অপারেশন অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, ওই মাদক কারবারির কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।