রংপুরে জি এম কাদেরের বাসভবনে হামলা

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর সেনপাড়ায় তার বাড়ি ‘স্কাই ভিউ’য়ে এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে ওই বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জি এম কাদের।

এ সময় ‘অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে না, তাদের সে ইচ্ছা ও ক্ষমতা নেই’ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করছে না সরকার। অথচ যে দলটি নিবন্ধন পায়নি, তারা সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। সরকার পৃথকীকরণ নীতি পালন করছে। দেশের বৃহৎ অংশকে তারা সব রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে কোণঠাসা করছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, আজমল হোসেন লেবু, জেলা যুবসংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জি এম কাদের রংপুরে অবস্থান করার খবরে ক্ষুব্ধ হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। রাত ৮টার দিকে জাপা চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে রংপুর প্রেস ক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাদেরের বাসভবনে হামলা চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে ফিরে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *