Samakal | Rss Feed
রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জন কারাগারে
সারাদেশ
সমকাল প্রতিবেদক ও রংপুর অফিস 2025-07-31
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামের বালাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলার গ্রেপ্তার ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩০ জুলাই) গঙ্গাচড়া আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণকমল রায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ওই পাঁচজন হলেন– নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী, ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া, চাঁদখানা মাঝাপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম, পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে আতিকুর রহমান খান ও চওড়াপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম।
উল্লেখ্য, গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের এক কিশোর (১৭) ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে- এমন অভিযোগ পায় পুলিশ। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে শনিবার রাতে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয় তাকে। ওই কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় পর্বের শিক্ষার্থী ও আলদাদপুর বালাপাড়া গ্রামের সুজন চন্দ্র রায়ের ছেলে।
এরপর ওই দিন রাত ও রোববার বিকেলে বালাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ১৮টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল উত্তেজিত জনতা। ঘটনার তিন দিন পর মঙ্গলবার অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন এক ভুক্তভোগী।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, মামলার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, বুধবার পাঁচ আসামিকে গঙ্গাচড়া আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন বিচারক এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।