Google Alert – পার্বত্য চট্টগ্রাম
রাউজানে দেশীয় তৈরি একটি এলজি ও একটি রামদাসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা গ্রামের সোনালী তালুকদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাউজান থানার চৌকষ ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।গ্রেফতার নুর উদ্দিন (৪২) ওই গ্রামের মৃত সাহা আলমের ছেলে।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, সে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রি করত।
তিনি আরও জানান, নুর উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।