Google Alert – পার্বত্য অঞ্চল
‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা পরিষদের আয়োজনে পর্যটন হলিডে কমপ্লেক্সের সামনে থেকে কুমার সুমিত রায় জিমনেসিয়াম পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা সম্পন্ন হয়।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পার্বত্য চট্টগ্রামকে পর্যটন সম্ভাবনাময় অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা সম্ভব। এজন্য সকলকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।