Google Alert – পার্বত্য চট্টগ্রাম
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন-এর প্রতিনিধি সম্মেলন। শনিবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে এই সম্মেলনের আয়োজন করে সংগঠনের জেলা শাখা।
জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে ও সদস্য নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে মোবাইল ফোনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া।
বক্তব্যে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদসহ সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বৈষম্যমূলক বিধান বাতিল করে হাইকোর্টের রায়ের আলোকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে হবে।” ভূমি বন্দোবস্ত ও সরকারি ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন অবহেলিত না থাকে, সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে।”
বক্তব্য শেষে প্রধান অতিথি সমঅধিকার আন্দোলনের ২১ সদস্য বিশিষ্ট জেলার আহবায়ক কমিটি ঘোষণা করেন। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রতিটি উপজেলায় কমিটি গঠন করে সম্মেলন ঘোষণা করবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সংগঠনের জেলা সদস্য মাহবুব এলাহী, অ্যাডভোকেট মো. আবছার আলী, অ্যাডভোকেট মো. সুজন কামাল, মো. কামাল উদ্দিন, রাবিপ্রবি ছাত্র প্রতিনিধি মো. নুরুল আলম, জাহিদ মোস্তফা, এবং ১০ উপজেলার প্রতিনিধিরা, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাঘাইছড়ির খোরশেদ আলম, রাজস্থলীর মো. আলাউদ্দিন, নানিয়ারচরের ইস্রাফিল, কাউখালীর সোহেল রিগ্যান, বরকলের আব্দুল জলিল এবং লংগদুর মো. দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য এলাকায় নিয়োগ, ভূমি, এবং উন্নয়ন সংস্থার কার্যক্রমে বাঙ্গালি জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অধিকার রক্ষার দাবিতে নতুন করে আলোচনা জোরদার হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।