রাঙামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানাধীন শ্রীশ্রী অখণ্ডমণ্ডলী উপাসনা পূজামণ্ডপ ও শ্রীশ্রী রক্ষা কালী কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সু-প্রদীপ চাকমা।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা পূজামণ্ডপে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান ও স্বাগত জানান। এসময় পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।

 

তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ), রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

 

পরে উপদেষ্টাকে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।

 

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *