Google Alert – পার্বত্য অঞ্চল
রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিকালে আলম ডকইয়ার্ড এলাকার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মৃত মুহাইমিনা ইসলাম উর্মি রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী।
রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ থেকে আত্মহত্যার পথ বেচে নিতে পারে উর্মি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বনরূপা আলম ডকইয়ার্ড এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আর এইচ/ এসডি/ চট্টগ্রাম নিউজ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।