রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটিতে শেষ হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা- ২০২৫।

 

শুক্রবার (৮ আগষ্ট) বিকালে জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে রাঙ্গামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণে এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন।

 

এছাড়াও অনুষ্ঠানে, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ ইকবাল হোছাইন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, অশ্রেনীভুক্ত বনাঞ্চলের বনীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহেদুর রহমান মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

 

এ বছর বৃক্ষ মেলায় ১১ হাজার বৃক্ষের চারা বিক্রি হয়েছে জানিয়ে বক্তারা বলেন, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই অধিকতর বৃক্ষরোপণ।আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রকৃতি ও অর্থনৈতিকভাবে কোন কোন গাছ লাভজনক, তা নির্ধারণে একটি সার্ভে করা প্রয়োজন। কোনো গাছের বিকল্প নির্ধারণ না করে, চারা রোপণ পুরোপুরি বন্ধ করা উচিত নয়।

 

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে বক্তারা আরো বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। আমরা নিজেদের স্বার্থে নির্বিচারে গাছ কাটছি, যার ফলে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। তাপমাত্রা বাড়ছে, মৌসুমি বৃষ্টিপাতের সময় পরিবর্তিত হচ্ছে, ঝড়-বন্যার প্রকোপ বাড়ছে। অযথা গাছ কাটা থেকে বিরত থাকতে আহবান জানানো হয়।

 

মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া নার্সরী মালিকসহ মেলায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ, সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।

 

উল্লেখ্য, গত ২ আগষ্ট বৃক্ষমেলায় বন বিভাগের স্টলসহ মোট ২০টি স্টল বসেছে। আজ ৮ আগস্ট পর্যন্ত এই মেলার হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *