রাঙামাটিতে সাংবাদিকদের ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

‘প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি।  

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অন্যান্য বছরের মতো এবারও রাঙ্গামাটি সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানান প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক এর জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দেস প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সকলকে সামিল হবার আহবান জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *