CHT NEWS
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
রাঙামাটির কুদুকছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)
ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে জুম্ম ছাত্র
জনতার অবরোধ কর্মসূচি পালনকালে খাগড়াছড়ি সদরে সেটলার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানানো হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বেলা ২টার সময় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালার
পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে এবং ছাত্রনেতা উক্যনু মারমাকে
সেনাবাহিনী কর্তৃক তুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে উক্ত বিক্ষোভের আয়োজন
করা হয়।
কুদুকছড়ি হাফ বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাণপুর গেইটে গিয়ে সমাবেশে
মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পিসিপি’র নব নির্বাচিত রাঙামাটি জেলা সভাপতি চয়ন চাকমা।
এত আরও উপস্থিত ছিলেন, হিল উইমেন্স ফেডারেশনের নব নির্বাচিত রাঙামাটি জেলা সভাপতি নিশি
চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সাধারণ সম্পাদক থুইনুমং মারমা।
চয়ন চাকমা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও পাহাড়ে হামলা, ভূমি বেদখল,
হত্যা, নারী ধর্ষণ এখনো চলমান রয়েছে। সেসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে শাসক
গোষ্ঠী থেকে বাধা দেওয়া হয়। ৮ম শ্রেণীর পাহাড়ি শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদ করার
কারণে গত ২৫ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনী ছাত্রনেতা উক্যনু মারমাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে
তুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। অথচ সেনাবাহিনী ধর্ষকদের গ্রেফতার না করে পাহারাদারের
ভূমিকা পালন করেছে। আমরা ছাত্রনেতা উক্যনু মারমাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের আইনের
আওতায় আনার দাবি জানাচ্ছি।
তিনি জুম্ম ছাত্র জনতার অবরোধ পালনকালে সেটলারদের ন্যাক্কারজনক হামলার তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানান এবং খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষকদের সকলকে অতি দ্রুত গ্রেফতার
ও দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।