chtnews.com on Facebook
রাঙামাটির সাজেক ইউনিয়নের ভূয়োছড়িতে সেনাবাহিনী ব্যাপক অভিয়ান চালাচ্ছে। গত ১৮ অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া এই অভিযান এখনো অব্যাহত রয়েছে। এই সেনা অভিযানে বাঘাইহাট সেনা জোনের অন্তত ১৮০ জন সেনা সদস্য অংশ নিয়েছেন।
অভিযানকালে সেনারা সাধারণ লোকজনের ওপর নির্যাতন, ঘরবাড়ি তল্লাশি, বিনামূল্যে হাস-মুরগী-ছাগল খেয়ে দেওয়া, চাল জব্দ করাসহ নানা হয়রানি করছে বলে অভিযোগ উঠছে। এছাড়া আগুন ধরিয়ে দিয়ে এক জুমচাষীর জুমঘর পুড়িয়ে দিয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সেনারা ভুয়োছড়িতে ১ জনকে আটক ও অন্তত ৮ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে। তল্লাশিকালে সেনারা নির্যাতন ও নানা হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। …
<>
#news #chtnews #সেনাঅভিযান #সাজেক #রাঙামাটি
(Feed generated with FetchRSS)
