চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাঙামাটির গুইলশাখালীতে কাপ্তাই লেকে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের চারজনের মধ্যে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে মাসুমা নামের ৫ বছরের এক শিশু।
বুধবার ১ অক্টোবর সকাল ৮ টায় লংগদুতে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে। তারা লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে আছিরউদ্দীন পরিবার নিয়ে রাতে বাসায় ফেরার পথে গুইলশাখালী কাপ্তাই হ্রদে হঠাৎ বাতাস আর ঝড়ের কবলে পড়লে ইঞ্জিন চালিত নৌকা বাড়ির কাছাকাছি এসে হ্রদে তলিয়ে যায়। এ ঘটনায় আজ সকালে ফায়ার সার্ভিস টিম এবং সেনাবাহিনীর সদস্যরা শিরিনা বেগম নামে একজনকে জীবিত ও দুজনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, গতকাল রাতে কাপ্তাই হ্রদে নৌকা ডুবির ঘটনা ঘটলেও আজ সকাল ৮টা থেকে আমরা সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম উদ্ধার কাজ শুরু করি। এর মধ্যে আমরা একজনকে জীবিত ও দুজনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো ১জন শিশু নিখোঁজ রয়েছে।
উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।

