রাঙ্গামাটির লংগদুতে গণ্যমান্য ব্যক্তিদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

Google Alert – পার্বত্য অঞ্চল

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ।

সভায় উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখায় গুরুত্ব আরোপ করেন এবং বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা সম্ভব। পাশাপাশি সেনা কর্মকর্তারা স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন, এই মতবিনিময় সভা অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক আস্থা, সহমর্মিতা ও সমন্বয়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এমন ধরনের সংলাপ ও সমন্বয় সভাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *