রাজধানীতে ডিবির দুই সদস্যকে গুলি, গ্রেপ্তার

Bangla News

রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযানে মাদককারবারিদের ছোড়া গুলিতে গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল মোড়ে পুলিশকে লক্ষ্য করে এই গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন – সহকারী উপ পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।  


বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি জানান, ফকিরাপুলে একটি প্রাইভেটকার থেকে ডিবি পুলিশকে লক্ষ্য করে মাদককারবারিরা গুলি ছুড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রাইভেটকারটি আটকে এর ভেতর থেকে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার করা হয়েছে।  


তিনি আরও জানান, আহত তিন পুলিশ সদস্যের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও বাকি দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  


গুলিবিদ্ধ দুইজন পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম। তিনি জানান, রাতে মাদককারবারিদের গুলিতে দুই গোয়েন্দা পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলি লেগেছে।  


জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছিল। ফকিরাপুল মোড়ে মাদককারবারিদের একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় মাদককারবারিরা সঙ্গে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনজন পুলিশ আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাইভেটকারটি ডিবি হেফাজতে আছে বলে জানা গেছে।


এজেডএস/এমএমআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *