রাজধানীতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  

Bangla Tribune

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত সাড়ে ৪টা দিকে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। এ ঘটনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

ওসি বলেন, ওই দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, আমরা নিহত কারোর নাম-পরিচয় এখনও জানতে পারিনি। তবে তাদের দুজনেরই বয়স আনুমানি ৩০ এর মধ্যে। গাড়িটি আটক আছে, তবে চালক পালিয়ে গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *