RisingBD – Home
জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ২২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে গত রোববার দিবাগত রাত ১২টা থেকে রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ১ হাজার ২১ জন গ্রেপ্তার হলো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব তথ্য জানায়।
এছাড়া বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরো ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত গত ২০ দিনে মোট ১১ হাজার ৯২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সাঁড়াশি অভিযান সম্পর্কে ডিএমপি জানায়, রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে ডিএমপির ৫০টি থানা ৬৫টি তল্লাশিচৌকি পরিচালনা করছে। পাশাপাশি ৫৫০টি টহল দল দায়িত্ব পালন করেছে।
ডিএমপি থেকে বলা হয়, গতকাল মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাত সন্দেহে ১৫ জন, ছিনতাইকারী সন্দেহে ২৪ জন, চাঁদাবাজ সন্দেহে ৫ জন, চোর সন্দেহে ১২ জন, মাদক কারবারি সন্দেহে ২৭ জন ও পরোয়ানাভুক্ত ৩০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ছয়টি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, একটি চাপাতি, দুটি কুড়াল, তিনটি পাইপ, একটি মাইক্রোবাস, চারটি মুঠোফোন ও ৬২ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩৭ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২৩৮ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন। সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা করা হয়েছে।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ১৪টি, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করছে। এছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি তল্লাশিচৌকি পরিচালনা করেছে।