Google Alert – সেনাবাহিনী
রাজধানীতে সেনাবাহিনী অভিযানে ১১০০ অস্ত্র উদ্ধার
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ১:৪৯ এএম (ভিজিট : ৬০)
সংগৃহীত ছবি
রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১১শ’ সামুরাই ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত এসব অস্ত্রের বেশিরভাগই সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যায়।
শনিবার (৯ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প।
সেনাবাহিনী জানায়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। বিভিন্ন ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের কাছে বিদেশি ‘সামুরাই’ অস্ত্র দেখা যায়। এ সময় তাদের কাছে এসব অস্ত্র ভাড়া ও বিক্রি করা হচ্ছে বলে জানা যায়। আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিনে নিউ মার্কেট এলাকায় অভিযান চালান করে ১১০০ সামুরাই ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে বিভিন্ন দোকানে পাওয়া এসব দেশীয় ধারালো অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই এবং গত কয়েক মাসে এগুলো ব্যবহার করে একাধিক হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আহতের ঘটনা ঘটেছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। এর পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা তদন্ত করে দেখা হবে।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলেন, এ ধরনের ধারালো অস্ত্র বিক্রি না করা। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে সাধারণ মানুষের ক্ষতি করছে। একই সঙ্গে জনসাধারণের কাছে অনুরোধ করা হয়েছে, সারাদেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে সহায়তা করতে এবং কোনো অবৈধ অস্ত্র ব্যবসা দেখলে নিকটস্থ আর্মি ক্যাম্পে তথ্য দিতে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। সেনা সদস্যরা দিনরাত কাজ করছে যাতে দুষ্কৃতিকারীরা কোনোভাবেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
এমএইচ