Sarabangla | Breaking News | Sports | Entertainment
ঢাকা: রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে ইব্রাহিম শিকদার (৩২) নামে এক ডিম ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ভোলা সদর উপজেলার মুজিবনগর গ্রামের মৃত কালু শিকদারের ছেলে। তিনি নবোদয় হাউজিংয়ের ৬/এ নম্বর রোডে পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, ইব্রাহিম ও সজীব একই এলাকায় ডিমের ব্যবসা করতেন। সম্প্রতি তাদের মধ্যে দেনা-পাওনা ও হিসাব নিয়ে বিরোধ দেখা দেয়। ওই বিরোধ মীমাংসার জন্য বুধবার রাতে একটি বৈঠকে বসা হয়। বৈঠকে সজীবের ভাই রুবেলও উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালে তর্কের এক পর্যায়ে সজীব কোমর থেকে পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই নিকটবর্তী সেনাবাহিনীর টহল দল এলাকাবাসীর সহায়তায় সজীব ও রুবেলকে অস্ত্রসহ আটক করে। উত্তেজিত জনতা তখন তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে সেনাবাহিনী দুজনকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বলেন, নবোদয় হাউসিং এলাকার একটি মসজিদের সামনে ব্যবসায়ী দ্বন্দ্বে ইব্রাহিমকে গুলি করা হয়। পরে তাকে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায়। ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সজীব ও রুবেল নামে দুই ভাইকে একটি পিস্তল ও গুলি সহ গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।