রাজধানীর বনানীতে কথা কাটাকাটির জেরে যুবককে হত্যা

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর বনানীতে একটি বারে কথা-কাটাকাটির জেরে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ১৪ আগস্ট ভোরে বনানীর নয়তলা ভবনের চতুর্থ তলার ৩৬০ ডিগ্রি সিসা বার থেকে নামার সময় দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম রাহাত হোসেন রাব্বি (৩১)। তিনি এক সময় ইন্টারনেটের ব্যবসা করতেন।

সিসিটিভি ফুটেজে যায়, কয়েকজন যুবক রাবির সঙ্গে কথা বলার এক পর্যায়ে প্রথমে ছুরি ও পরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *