রাজবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার ৩

Kalbela News | RSS Feed

রাজবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করে জেলার পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশার নারায়নপুর গ্রামের মো. নজরুল কাজীর ছেলে বাবু (৩৮), পাংশা চাঁদপুর গ্রামের মৃত রহমত আলী শেখের ছেলে মো. নয়ন শেখ (৪০) ও পাংশার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হোসাইন (৩৪)।

জানা গেছে, গ্রেপ্তার বাবু পাংশা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, মো. নয়ন শেখ উপজেলার বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও নাজমুল হোসাইন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, রোববার ভোরে পাংশা পৌর শহরের মৈশালা বাজার এলাকার বিদ্যুৎ অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় তল্লাশি করে ৩০ পিস লিফলেট, ১০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ সময় ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল ও সাবেক পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ অন্যদের নির্দেশে ওই লিফলেট বিতরণ করছিলে বলে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *