রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

Google Alert – সেনাবাহিনী

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহল্লার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে কিছু অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল। এ সময় ‘ডক্টরস ইংলিশ’ নামের কোচিং সেন্টারটির মালিক ও পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৬) এবং সন্দেহভাজন হিসাবে ফয়সাল ও রবিন নামে দুজনকে আটক করেছে যৌথবাহিনী।

আটক অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। তবে তার বাবা শফিউল আলম লাটকু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি।

রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালের ২ জুলাই গোয়েন্দা পুলিশ অনিন্দ্যকে গ্রেফতার করেছিল। সে সময় কয়েক দফা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনিন্দ্য রাবির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। জঙ্গি কার্যকলাপে জড়িত হয়ে দেশের ভেতরে কয়েকটি হামলায় অংশ নিয়েছিল বলে ওই সময় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তিনি। গুলশানের চাঞ্চল্যকর হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনার তদন্তেও অনিন্দ্যের সম্পৃক্ততা পায় গোয়েন্দা পুলিশ। ওই সময় তাকে রাজশাহী থেকে গ্রেফতার করে ঢাকায় নেওয়া হয়েছিল।

আরও অভিযোগ রয়েছে, সাবেক মেয়র লিটনের আত্মীয় হওয়ায় ওই সময় সব মামলা ও অভিযোগ থেকে পুলিশ অনিন্দ্যের নাম বাদ দিয়েছিল।

গত কয়েক বছর ধরে অনিন্দ্য নিজের বাড়ির লাগোয়া ফাঁকা জায়গায় টিনশেড দিয়ে এই কোচিং সেন্টারটি পরিচালনা করছিলেন। পাশাপাশি গোপনে অস্ত্র ও বিস্ফোরক মজুদ ও তৈরির কাজও করে আসছিলেন। যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে অভিযান শুরু করে।

এদিকে শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে ‘ডক্টরস ইংলিশ’ নামের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুল অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক বানানোর সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার, বিদেশি মদ, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ। নাইট্রোজেন কার্টিজগুলো বিস্ফোরকের কাজে ব্যবহৃত হওয়ায় সেগুলি এরই মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট নিস্ক্রিয় করেছে বলেও সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, গোয়েন্দা সংস্থা এ নিয়ে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী সেনা ক্যাম্প, ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এর একটি চৌকস দল অন্যদের সঙ্গে এই বিশেষ অভিযানে নেতৃত্ব দিয়েছে। বিপুল অস্ত্র ও বিস্ফোরক মজুত ও তৈরির অভিযোগে কোচিং পরিচালক অনিন্দ্য এবং সন্দেহভাজনভাবে ফয়সাল ও রবিন নামের আরও দুইজনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আরও অস্ত্রের খোঁজে কাদিরগঞ্জে অনিন্দ্যদের বাড়ি সংলগ্ন পুকুরটিতে তল্লাশি চলমান রয়েছে। এ কাজে সহায়তা করছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদের একটি দল। অভিযানে পুলিশ তাদের সহায়তা দিয়ে যাচ্ছেন। এই অভিযানের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টিও চলমান রয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *