রাজশাহীতে পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের অভিযোগে মানববন্ধন

Google Alert – পার্বত্য অঞ্চল

রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়ি সম্প্রদায়ের মানুষদের ভয় দেখিয়ে উচ্ছেদের অভিযোগে মানববন্ধন হয়েছে। শুক্রবার (সেপ্টেম্বর ৫) রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া পাহাড়িয়াপল্লী এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আদিবাসীদের অধিকার রক্ষায় কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধনে দাবি করা হয়, পাহাড়ি সম্প্রদায়ের ২০টি পরিবার গত ৫৩ বছর ধরে বংশপরম্পরায় এই এলাকায় বসবাস করছে। কিন্তু সম্প্রতি কিছু ভূমিদস্যু ওই জমি নিজেদের বলে দাবি করছে। একে পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বক্তারা আরও জানান, ভূমিদস্যুরা যে দলিল দেখাচ্ছে, তা ভুয়া। আসল দলিলপত্র অনুযায়ী, ওই জমির মালিক পাহাড়ি সম্প্রদায়।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গিয়েছে এবং পাহাড়ি পরিবারগুলোকে আশ্বস্ত করেছে যে কেউ তাদের উচ্ছেদ করতে পারবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *