রাজাকার কারা ছিল ? Pinaki Bhattacharya || The Untold

রাজাকার কারা ছিল ? Pinaki Bhattacharya || The Untold
https://i.ytimg.com/vi/l1YP6sTWU9k/hqdefault.jpg

আমাদের এইটা বিশ্বাস করাতে বাধ্য করা হয়েছে যে রাজাকার এর দাড়ি টুপি ছিলো পাঞ্জাবি পরে তারা নারায়ে তাকবির বলে বাঙালিদের উপরে ঝাপায়ে পড়তো। আর জামায়াতে ইসলামীর কর্মিরা ছিলো রাজাকার। আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেই সময়ে পত্রিকার ছবি। আর দেখিয়েছি রাজাকারেরা সামরিক ইউনিফর্ম পরতো তাদের দাড়ি টুপি পাঞ্জাবি ছিলোনা। আজ আমরা একটা বিদেশী রিপোর্টের দুটো ভিডিও দেখবো রাজাকার নিয়ে।

জামায়তে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটা ঐতিহাসিক সত্য আবার এটাও সত্য রাজাকার বাহিনীর সাথে জামায়াতে ইসলামির সম্ভবত কোন সম্পর্কই ছিলোনা। আজকে যেই ভিডিও দেখাবো সেইখানে আমরা দেখবো কোন রাজনৈতিক দল রাজাকার বাহিনি সৃষ্টি করেছিলো। আর ৭১ সালে রাজাকারেরা আসলে কী করতো।

আমরা এই রিপোর্টে কী দেখলাম? রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিলো পাকিস্তানি সেনারা বর্ডারে যুদ্ধ করতে যাওয়ার পরে শুন্যস্থান পুরণ করার জন্য। তাদের কাজ ছিলো রোড ব্লক, গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়া দেয়া আর মুক্তি বাহিনীকে মোকাবেলা করা। সামরিক পোশাকটা কেমন ছিলো? খাকি পোশাক আর খয়েরি টুপি। এটাই ছিলো প্রিডমিনেন্টলি রাজাকারের চেহারা।

তারা ছিলো মুসলিম লীগের কর্মী। জামায়তে ইসলামীর কর্মি না। তাহলে রাজাকার মানেই জামায়াতে ইসলামি কেন বলা হয়? কারণ মুসলিম লীগ তো নাই দল হিসেবে তো কুপাইয়া লাভ নাই। তো মুসলিম লীগের ব্যাগেজ জামায়াতের কান্ধে চাপাইয়া যদি ইসলাম কুপানি যায় তো অসুবিধা কী?

source

36 thoughts on “রাজাকার কারা ছিল ? Pinaki Bhattacharya || The Untold”
  1. অসংখ্য ধন্যবাদ দাদা এই বাস্তবতা তুলে ধরার জন্য, জাতিকে শুধু ভূলভাল বোঝানো হয়েছে, সর্বক্ষণ,আর জয় বাংলা বলে চালিয়ে দিয়েছে, চেতনা বীদরা

  2. "অনেক রাজাকার নাকি মারছেন আপনারা। ইউনিফর্ম পড়া রাজাকার দেখেন নাই? নাকি মুক্তিযুদ্ধটাই করেন নাই?"

  3. পিনাকী সাহেব অনেক তথ্য ভুল দেন দয়াকরে নতুনদের ভুল তথ্য দিয়ে মতিভ্রম করবেননা । আমাদের এলাকায় মুক্তিযুদ্ধা আছে আবার চিহ্নিত রাজাকার ও আছে তারা জামাত ও না মুসলিম লীগ ও না । লোভে পরে রাজাকার হয়েছিলো । আর এতেই প্রমাণিত হয় রাজাকার ওই সময়ের আওয়ামীলীগ ছাড়া সাধারণ জনগণ বা মুসলিম লীগ বা জামাত থেকেই বেশি ছিলো । সেটা কেনো পরিবর্তন করতে চাচ্ছেন ?????

  4. দাদা,এ তো নতুন কিছু নয়।প্রমানের ভিত্তিতেই এদেশের সবচেয়ে বড় রাজাকার হল শেক মুজিব সেটা আমরা জানি।

  5. আপনার মেধা আছে এটা আমরা বিশ্বাস করি। আপনি হচ্ছেন একটা সুবিধাবাদ লোক। বাংলাদেশে যখন আপনার ব্যবসা ছিল তখন আওয়ামী লীগ আপনার ব্যবসাটা বারোটা বাজাইছে এজন্য আপনি আওয়ামী লীগের পিছনে লেগেছেন।

  6. ৭১ জামায়েত দলের কিছুলোক রাজাকার হিসেবে যোগ দেয় নাই। তারা দলগতভাবে অংশগ্রহণ নিয়েছে। এবং ১৬ই ডিসেম্বর এর আগে যে বুদ্ধিজীবীদের কে হত্যা করা হয়েছে বাড়িতে গিয়ে কাজের কথা বলে ডেকে নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে এটা অস্বীকার করার মতো না। আপনি যতই দালালি করেন না কেন এটা মুছে যাবে না।

  7. আর এদিকে এক দল বলতাসে জামায়াত রাজাকার
    এক কালে বলেছে আওয়ামী লীগ,এখিন বিএনপি

  8. যে দল দেশটা স্বাধীন হোক চায়নি আমি সে দলের ঘোর বিরোধিতা করি, তারা কোন আদর্শ নিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ পায় সেটাই বুঝলাম না,, একটা স্বাধীনতা বিরোধী দল স্বাধীন দেশে রাজনীতি করে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না,,

  9. আপনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়েও যে সত্য ইতিহাস তুলে ধরেছেন,,,, তার জন্য আপনাকে স্যালুট দাদা ❤❤

  10. আপনি যাই বলেন, মুসলিম লীগ ছিলো মুখ্য ভুমিকায় সামনে, কিন্তু তৎকালীন জামাতের বড় নেতাকর্মীরা সরাসরি মিলিটারি সাপোর্ট এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এটা চরম সত্য ।

  11. মাওলানা ভাসানী কি তাহলে রাজাকারের লিডার ছিলেন???🤔
    আওয়ামী মুসলিম লীগ পরে হয়ে গেছে আওয়ামী লীগ, এখন আমার প্রশ্ন আওয়ামী লীগ কি রাজাকার বাহিনী গঠন করেছিল মুসলিম লীগ থাকতে,মুক্তিবাহিনীদের বাঁধা প্রদান করার জন্য??? এবং পরে তারাই আবার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে অন্যভাবে 🤔 বিষয়টা এলোমেলো মনে হচ্ছে এখন নিজের কাছে 😔

  12. এই ইতিহাস সামনে আনুন যে মুক্তিযুদ্ধের সময় শুধু মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর ই কয়েক দফা যুদ্ধ হয়েছিল

  13. তাহলে রাজাকার এর মানেটা কি একটু যদি বলতেন কেনো তাদের বাহিনীর নাম রাজাকার দেয়া হইলো এর ফুল মিনিং কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *