রাতে বাহরাইন পরীক্ষায় নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

Google Alert – বাংলাদেশ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাহরাইনে ১২ দিনের ক্যাম্পের মূল উদ্দেশ ছিল এশিয়ান কাপ বাছাইয়ের আগে মাঠের প্রস্তুতি নেয়া। সেখানে বাড়তি সংযোজন বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। দুই ম্যাচ দিয়ে দলের দুর্বলতা ও শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করতে চান হেড কোচ সাইফুল বারী টিটু।

বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে সোমবার রাতে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে লড়াই। আগামী শুক্রবার হবে দ্বিতীয় ম্যাচ।

বাহরাইনের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে আশাবাদী দল। যদিও বৈরী আবহাওয়া কিছুটা ভুগিয়েছে তাদের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তপু-তানিনরা। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ডিফেন্ডার রিমন হোসেন বলেছেন, ‘আমাদের দেশের আবহাওয়া এবং বাহরাইনের আবহাওয়া মোটামুটি কাছাকাছি হলেও, এখানে গরম একটু বেশি। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’

চোটের কারণে ম্যাচে আবাহনীর শেখ মোরসালিনকে পাচ্ছেন না কোচ সাইফুল বারী। বলেছেন, ‘মোরসালিন সম্ভবত খেলবে না। ওর সামান্য চোট ছিল, আবাহনীর হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়ে চোট পান।’

বাংলাদেশ দলের নজর এশিয়ান কাপ বাছাইয়ে। মূল টুর্নামেন্ট সৌদি আরবে। আগামী মাসে ভিয়েতনামের মাটিতে গড়াবে বাছাইপর্ব। টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে টিটুর দল। বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *