CHT NEWS
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার অন্টু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একদল বিজিবি
সদস্য অবস্থান নিয়ে আশে-পাশের এলাকায় টহল অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিজিবি
সদস্যরা আগামী ৩ দিন উক্ত বিদ্যালয়ে অবস্থান করার কথা গ্রামবাসীদের জানিয়েছে। ফলে বিদ্যালয়ে
শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ১০টার সময়ে বৈদ্য পাড়া
ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা গাড়িতে করে অন্টু পাড়ায় এসে পাড়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে
অবস্থান নেয়। সেখানে তারা ৩ দিন সেখানে থাকবে বলে গ্রামবাসীদের জানায়। বিজিবি সদস্যরা
জেনারেটর থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী নিয়ে আসে বলে জানান স্থানীয়রা।
বিজিবি’র সদস্য অন্টু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি উদ্বোধনের নাম করে
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে এবং গ্রামবাসীদেরও যাকে
পেয়েছে তাকে নানা জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
পর বিকাল আনুমানিক ৩টার সময় সেখান থেকে বিজিবির একটি দল ডাক্তার পাড়ার দিকে
গেছে এবং অপর একটি দল বিদ্যালয়ে অবস্থান করছে বলে গ্রামবাসীরা জানয়েছেন।
বিজিবি সদস্যদের সেখানে অবস্থান করার কারণে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদান
ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অপরদিকে নানা হয়রানির শিকার হতে পারেন বলে আশঙ্কা
প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।