রামগড়ে সেনাবাহিনী কর্তৃক আটক তিন ছাত্র-যুবককে থানা থেকে মুক্তি

CHT NEWS


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়ির রামগড় গতকাল (৭ জানুয়ারি) সেনাবাহিনী কর্তৃক আটক তিন নিরীহ ছাত্র-যুবককে
রামগড় থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের মুক্তির বিনিময়ে থানা কর্তৃপক্ষকে ৬০
হাজার টাকা দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, গতকাল বিকাল সাড়ে ৫টার সময় রামগড় বাজার থেকে বাড়ি ফেরার পথে বাটনাতলী
আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য বিনা কারণে হাচৌকপাড়া গ্রামের বাসিন্দা ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের
৯ম শ্রেণীর ছাত্র উপল ত্রিপুরা, একই গ্রামের যুবক রুবেল ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে
আটক করে রামগড় থানায় সোপর্দ করে। 

পরে এ নিয়ে সিএইচটি নিউজে খবর প্রকাশিত হলে
রাত ১১টার সময় উপল ত্রিপুরা ও রুবেল ত্রিপুরাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আর অপর আটক
সুমন ত্রিপুরাকে আজ (৮ জানুয়ারি) সকাল ১১টায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, উক্ত তিন ছাত্র-যুবককে ছেড়ে দেয়ার বিনিময়ে থানা কর্তৃপক্ষ
৬০ হাজার টাকা নিয়েছেন। স্থানীয় মুরুব্বীরা থানা কর্তৃপক্ষের টাকা নেয়ার বিষয়টি নিশ্চিত
করেছেন।

এদিকে, এলাকার কার্বারি, মুরুব্বী ও সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেছেন,
গত কয়েকদিন ধরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এলাকার বিভিন্নস্থানে অবস্থান করে অন্যায়ভাবে
আটকসহ নানা হয়রানি করছে। ব্যবসায়ীদের গাছ-বাঁশের গাড়ি আটকিয়ে গাড়ির চাবি কেড়ে নিয়ে
যাচ্ছে। ফলে এলাকার জনগণ আতঙ্কে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন। তারা হয়রানির ভয়ে ঠিকমত
কাজকর্মে যেতে পারছেন না।

জনসাধারণের ওপর এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড মানবাধিকারের পরিপন্থী মন্তব্য
করে তারা অবিলম্বে এলাকায় অবস্থানকারী সেনা-বিজিবি সদস্যদের সরিয়ে নিয়ে জনহয়রানি ও
নিপীড়নমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *