রামগড়ে সেনাবাহিনী কর্তৃক ছাত্রসহ ৩ জনকে আটক-হয়রানির ঘটনায় পিসিপির নিন্দা

CHT NEWS


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী কর্তৃক তিন ছাত্র-যুবককে আটক-হয়রানির ঘটনায়
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ
(পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ বুধবার (৮ জানুয়ারি ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি শান্ত চাকমা
ও সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ
জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, গতকাল ৭ জানুয়ারি রামগড় উপজেলাধীন হাচৌকপাড়া
গ্রামের বাসিন্দা ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র উপল ত্রিপুরা, একই
গ্রামের যুবক রুবেল ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে সেনাবাহিনী সদস্যরা অন্যায়ভাবে আটক
করে রামগড় থানায় সোপর্দ করে। পরে এলাকার লোকজন রামগড় থানায় গেলে গতকাল রাতে উৎপল ত্রিপুরা
ও রুবেল ত্রিপুরাকে এবং আজ দুপুরে সুমন ত্রিপুরাকে রামগড় থানা থেকে ছেড়ে দেয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতেও
পার্বত্য চট্টগ্রামে কিছু সংখ্যক সেনা কর্মকর্তা প্রমোশন বাণিজ্যের জন্য সাধারণ মানুষের
উপর দমন-পীড়ন, ধরপাকড়সহ নানা হয়রানি করে যাচ্ছে। আমরা রামগড়ে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে
৩ জনকে আটক-হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃদ্বয় খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় সেনা তৎপরতা বিষয়ে উদ্বেগ
প্রকাশ করে বলেন, দেশের সমতলে আংশিক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলেও পার্বত্য চট্টগ্রামে
সেনা শাসন অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে খাগড়াছড়ি জেলা শহর, রামাগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়িসহ
বেশ কয়েকটি এলাকায় সেনাবাহিনী টহল বৃদ্ধি এবং কয়েকটা জায়গায় অপারেশন পরিচালনা করা হচ্ছে।
এতে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে ভয়-ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। অতীতে দেখা
গেছে সেনাবাহিনী এহেন অপতৎপরতার পর সফল অভিযান দেখাতে সাধারণ শিক্ষার্থী ও খেটে খাওয়া
মানুষকে নানা হয়রানি-নির্যাতনের শিকার হতে হয়েছে। তথাকথিত ‘অস্ত্র উদ্ধারের’ নামে আটক
দেখিয়ে কারাগারে প্রেরণ করে আর্থিক ও মানসিকভাবে হয়রানি করা হয়েছে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে রামগড়সহ বিভিন্নস্থানে সেনা অপারেশনে সাধারণ
মানুষকে হয়রানি, নির্যাতন, আটকের ঘটনা বন্ধের দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *