‘রামগড় বন্দর দিয়ে ভারত থেকে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি’

RisingBD – Home


খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১২ জানুয়ারি ২০২৫  

রবিবার দুপুরে রামগড় স্থলবন্দর পরিদর্শন করেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন


নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এই স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এই বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এই পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে।”

রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কি হবে তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

রামগড় স্থলবন্দর পরিদর্শনের সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/রূপায়ন/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *