দেশ রূপান্তর
রাশিয়ার উরাল অঞ্চলের একটি গোলাবারুদ উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ১৯ জন কর্মী। এ ঘটনায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় কারখানাটিতে বুধবার রাতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি কোনো ড্রোন হামলা নয়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ কর্মীদের সন্ধান চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উরালজুড়ে; শুক্রবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে।
