Google Alert – প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দফতর বা মিশনকে দেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, সরকারি দপ্তরগুলোতে পোট্রেট ব্যবহারের বিষয়টি শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার নিরুৎসাহিত করে আসছে। তারা অলিখিতভাবে ‘জিরো পোট্রেট’ নীতি অনুসরণ করছে। তবুও কিছু ব্যক্তি স্ব-উদ্যোগে সরকার বা রাষ্ট্রপ্রধানের ছবি ব্যবহার করেছেন।
তবে এই ছবিগুলো সরিয়ে ফেলতে কোনো অফিস বা মিশনকে লিখিতভাবে কিছু জানানো হয়নি। তা সত্ত্বেও এখন এই বিষয়টি নিয়ে অতিরিক্তভাবে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর রাজনীতি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ফলে, তুচ্ছ বিষয়গুলোকেও বড় করে তুলে ধরা হচ্ছে।
অন্যদিকে, বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটগুলোকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে মৌখিক নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৬ আগস্ট) মধ্যরাত থেকেই এ নিয়ে আলোচনা চলছে। তবে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি।
মৌখিক নির্দেশনার পর বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশন রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলে। যদিও সরকারিভাবে এর পেছনের কারণ স্পষ্টভাবে জানানো হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জারি হয়নি।