Google Alert – ইউনূস
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তার সদ্যসমাপ্ত চীন সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। চীনে তার সফরকালীন বৈঠক, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে যেসব আলোচনা হয়েছে, তা তুলে ধরেন তিনি।
এছাড়া বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেনাপ্রধান জানান, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় দায়িত্ব পালন করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফর শেষে ২৭ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন।
(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/এসএস)