রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

Google Alert – সেনাপ্রধান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১ সেপ্টেম্বর) পৃথকভাবে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত সেনাপ্রধান প্রধান উপদেষ্টার যমুনাস্থ বাসভবনে বৈঠক করেন। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে রোববার সেনাপ্রধান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এদিকে সম্প্রতি সরকারি সফরে চীন থেকে ফিরে এসেছেন জেনারেল ওয়াকার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরে তিনি চীনের পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। সফরের সময় তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৫টায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

 

একুশে সংবাদ/কা.বে/এ.জে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *