রাষ্ট্র সংস্কারের ১৬ সুপারিশ বাস্তবায়ন হয়েছে: প্রধান উপদেষ্টার কা

Google Alert – প্রধান উপদেষ্টা

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠন করা বিভিন্ন কমিটির ১৬টি সুপারিশ বাস্তবায়ন হওয়ার কথা বলছে অন্তর্বর্তী সরকার।


বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।


সরকার বলছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে দুটি বাস্তবায়ন করা হয়েছে। সেগুলো হলো— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা।


জনপ্রশাসন সংস্কার কমিশন ‘নাগরিকদের পাসপোর্ট পাওয়া মৌলিক অধিকার’ এবং ‘গণশুনানি’র যে সুপারিশ করেছে, সেগুলোও বাস্তবায়ন হওয়ার কথা বলছে সরকার।


প্রেস অফিসের বার্তায় বলা হয়, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে চারটি বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে— তদন্ত-পূর্ব আবশ্যিক অনুসন্ধান-ব্যবস্থা বিলোপ; দুদক আইনের ধারা ৩২ক বিলোপ; উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন এবং সিএজি ও আএমইডির সঙ্গে সমঝোতা স্মারক সই।


বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে আটটি বাস্তবায়ন করা হয়েছে। সেগুলো হলো— সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন, ইনফরমেশন ডেস্ক স্থাপন, নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান, আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা মামলায় অপর পক্ষে অন্য আইনজীবীর নিয়োগে প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে সার্কুলার জারি, আইনি সহায়তা কার্যক্রমের সঙ্গে মধ্যস্থতা কার্যক্রমকে সংযুক্ত করা, দেওয়ানি মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করা এবং ফৌজদারি মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা।


গত বছর ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়।


অক্টোবরে প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের মধ্যে পুলিশ বাদে বাকি পাঁচটির ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।


দুই পর্যায়ে ঐকমত্য কশিনের সংলাপে মতৈক্য হওয়া প্রস্তাবগুলো নিয়ে জুলাই সনদ বা জাতীয় সনদ চূড়ান্ত করার কাজ চলছে।


গত নভেম্বরে দ্বিতীয় ধাপে গঠিত শ্রম, গণমাধ্যম, স্থানীয় সরকার, নারী ও স্বাস্থ্য খাত সংক্রান্ত সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে অবশ্য ঐকমত্য কমিশনের সংলাপে আলোচনা হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *