রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রেখে বায়ুদূষণ, ৩ ব্যক্তিকে জরিমানা

jagonews24.com | rss Feed

রাজধানীর আফতাবনগরের বি-ব্লকে রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে তিন ব্যক্তিকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনিরউদ্দিন আহাম্মদ।

‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তিন ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভবিষ্যতে পরিবেশ দূষণ না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

আরএএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *