Google Alert – কেএনএফ
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম নাইতং পাহাড় ও তাইংদাং ঝিড়ি এলাকায় কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর আস্তানায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত দুই সশস্ত্র সদস্যের পরিচয় নিশ্চিত হওয়ায় আজ দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন—লালহিম সাং বম (৩০), পিতাঃ মৃত জিরখুম বম, মুন্নুয়াপাড়া, রুমা এবং লালতোলয়াং থাং বম ওরফে অজয় বাবু (২৮), পিতাঃ লালতিন সম বম, রৌনিনপাড়া, পাইন্দু ইউনিয়ন, রুমা। স্থানীয় বম সোশ্যাল কাউন্সিল (বিএসসি) ও ইয়াং বম অ্যাসোসিয়েশনের (ওয়াইবিএ) নেতারা তাঁদের পরিচয় নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে রুমার মুয়ালপি ও প্রাংসা পাড়ার মাঝামাঝি তাইদাংম্রং ঝিড়ি ও নাইতং পাহাড় এলাকায় কেএনএ-এর শীর্ষ ঘাঁটিতে অভিযান পরিচালিত হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে উভয়পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলি শেষে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে দুটি মরদেহ, তিনটি সাব-মেশিনগান (SMG), একটি চাইনিজ রাইফেল, বিপুল পরিমাণ গুলি, অস্ত্রের ম্যাগাজিন, ইউনিফর্ম, মোবাইল ফোন, ওয়াকিটকি ও ৫২ ধরনের সামরিক সরঞ্জাম উদ্ধার করে।
নিহতদের মধ্যে লালতোলয়াং থাং বম ওরফে অজয় বাবু ‘পুতিং’ নামেও পরিচিত ছিলেন এবং কেএনএফ-এর সশস্ত্র শাখার ‘মেজর’ পদবিধারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেন। আরেকজন, লালহিম সাং বম, কেএনএ’র সক্রিয় সদস্য ছিলেন। তাঁরা দুজনই সাম্প্রতিক সময়ে রুমা ও থানচি উপজেলায় সংঘটিত ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
সেনাবাহিনীর রুমা জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর হোসেন জানান, অভিযানে আরও দুজন সশস্ত্র সদস্য নিখোঁজ রয়েছে—তারা পালিয়ে গেছে, নাকি নিহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিএসসি সভাপতি লালজার লম বম বলেন, নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় কেএনএফ-এর সশস্ত্র তৎপরতা বেড়ে যায়। ২০২৩ সালে সংগঠনটি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, আনসার-পুলিশের অস্ত্র লুট এবং অপহরণের ঘটনায় সরাসরি জড়িত ছিল। এরপর থেকে সশস্ত্র এই সংগঠনের বিরুদ্ধে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।