Google Alert – সেনা
ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় সরঞ্জামের সন্ধান পাওয়ার দাবি করছেন কিয়েভের কর্মকর্তারা। দেশটির প্রেসিডেনশিয়াল কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের তরফ থেকে মঙ্গলবার (৫ আগস্ট) এই অভিযোগ করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রেসিডেনশিয়াল চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক দাবি করেছেন, যুদ্ধের ময়দান এবং বেসামরিকদের ওপর পরিচালিত হামলায় ব্যবহৃত ড্রোনে ভারতীয় সরঞ্জামের অস্তিত্ব পাওয়া গেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউক্রেনের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এর আগেও রাশিয়ার বিরুদ্ধে বিদেশি শক্তির সহায়তায় হামলা করার অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি বলেন, মস্কোর হয়ে পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন এবং আফ্রিকা মহাদেশের ভাড়াটে সেনারা যুদ্ধ করার তথ্য রয়েছে তাদের কাছে।
এর আগেও রাশিয়ার বিরুদ্ধে নিজেদের বাহিনীতে চীনা সেনা নিয়োগের জন্য অভিযোগের তীর ছুড়েছিলেন জেলেনস্কি। মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া না গেলেও বেইজিং তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, গত বছর থেকেই কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে উত্তর কোরীয় সেনাদের যুদ্ধ করার অভিযোগ রয়েছে।
জেলেনস্কির অভিযোগের প্রেক্ষাপটে ইউক্রেনে অবস্থিত তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান দূতাবাসে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এছাড়া, ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হয়নি।