চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) জানিয়েছে, কৃষ্ণ সাগরে একটি রুশ এমআই-৮ হেলিকপ্টারকে ভূপাতিত করেছে ইউক্রেনের ম্যাগুরা ভি-৫ নৌ-ড্রোন। এটি ছিল ইউক্রেনের প্রথমবারের মতো কোন রুশ হেলিকপ্টার ধ্বংস করার ঘটনা।
এনডিটিভি জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বে টুইটার) এ ঘটনাটির ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, থার্মাল ইমেজারের মাধ্যমে হেলিকপ্টারটিকে চিহ্নিত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আঘাত হানার পর হেলিকপ্টারটি সমুদ্রে বিধ্বস্ত হয়। ভিডিওতে হেলিকপ্টারের চারপাশে পানিতে গুলির আঘাতের ছিটা পড়তে দেখা যায়।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় এক রেডিও বার্তায় রুশ পাইলট আতঙ্কিত স্বরে বলেন, ৪৮২, আমি আঘাতপ্রাপ্ত, নিচে নামছি! তিনি আরও জানান, একটি বিস্ফোরণ ঘটেছে, আমি আঘাত পেয়েছি। ক্ষেপণাস্ত্রটি পানির দিক থেকে এসেছে। প্রথম আঘাতটি সরাসরি হেলিকপ্টারে লেগেছে এবং আশপাশে বিস্ফোরিত হয়েছে। এতে কিছু সিস্টেম অচল হয়ে পড়েছে।
জিইউআর জানায়, কেপ তারখানকুটের কাছে সংঘর্ষে রাশিয়ার হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ছিল ইউক্রেনীয় নৌ ড্রোনের মাধ্যমে আকাশের কোনো টার্গেট ধ্বংস করার প্রথম ঘটনা। এর আগে, ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপের রুশ নৌঘাঁটি এবং কৃষ্ণসাগরের রুশ জাহাজগুলোকে নৌ ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে।
