রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

Bangla News


চট্টগ্রাম: রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে নগরের সিআরবি এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রেলের নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হবে এবং প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়ের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে এই অভিযান পরিচালিত হচ্ছে।

নগরের নতুন রেলস্টেশন পর্যন্ত এই অভিযান চলবে।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বাংলানিউজকে বলেন, গত ১০ ডিসেম্বর রেল মন্ত্রণালয় থেকে রেলের জমি দখলকারীদের ৭ দিনের সময়সীমা দিয়ে জায়গা ছাড়ার নোটিশ পাঠানো হয়। এরপর ধারাবাহিকভাবে আমরা উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ অভিযান সিআরবি থেকে শুরু হয়ে নতুন রেলস্টেশন পর্যন্ত চলবে।


তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার মাইকিং ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল।


অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করছেন।


বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫ 

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *