Google Alert – সেনা
রেলওয়ে প্ল্যাটফরমে ঢুকে পড়ল মদ্যপ ভারতীয় সেনা কনস্টেবলের গাড়ি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৫৮ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ৯:০৮ PM
ভারতের উত্তর প্রদেশের মেরঠ ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে গাড়ি চালিয়ে সরাসরি প্ল্যাটফর্মে উঠে পড়েন ভারতীয় সেনাবাহিনীর এক মদ্যপ কনস্টেবল।
ঘটনায় ৩৫ বছর বয়সী ওই সেনা সদস্যকে শনিবার গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেন অভিযুক্ত কনস্টেবল।
জিআরপি মেরঠের এসএইচও বিনোদ সিং জানান, এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত থেকে গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি সাদা গাড়ি প্ল্যাটফর্মের কিনারা বরাবর ট্রেনের খুব কাছাকাছি চলছে। প্রায় উল্টে পড়ার মতো পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তদন্তে জানা গেছে, অভিযুক্ত সেনা সদস্য ঘটনার সময় মদ্যপান করেছিলেন। চিকিৎসা পরীক্ষাতেও তা প্রমাণিত হয়েছে। ‘জননিরাপত্তা বিপন্ন করা’র অভিযোগে তার বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্ট ও পুলিশ অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
সংবাদ সূত্র অনুযায়ী, তার গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে।
তার বিরুদ্ধে ভারতীয় রেলওয়ে অ্যাক্টের ধারা ১৪৫ (মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি), ১৪৭ (অনধিকার প্রবেশ), ১৫৪ (যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করা), ১৫৯ (রেল কর্মীদের নির্দেশ অমান্য) এবং পুলিশ অ্যাক্টের ধারা ৩৪ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্বদেশ প্রতিদিন/ আরএফ