রোডমার্চ শেষে চট্টগ্রাম বন্দরে সমাবেশ চলাকালে পিসিপি নেতা শুভাশীষ চাকমাসহ ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর হামলা

CHT NEWS

হামলাকারীদের লাঠির আঘাতে শুভাশীষ চাকমা কপালের বামপাশে আঘাতপ্রাপ্ত হন।


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে
না দেওয়া
সহ কয়েকটি দাবিতে “সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক
জনগণ” ব্যানারে আয়োজিত দু’দিন ব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ শেষে আজ শনিবার (২৮
জুন ২০২৫) বিকালে চট্টগ্রাম বন্দরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে রোডমার্চের সমাপনী
সমাবেশ চলাকালে উদীচী শিল্পী গোষ্ঠির একাংশ (আওয়ামী পন্থী) ও বাংলাদেশ যুব ইউনিয়নের
নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন রোডমার্চে অংশগ্রহণকারী গণতান্ত্রিক ছাত্র
জোটের নেতা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমাসহ ছাত্র জোটের আরো কয়েকজন নেতা-কর্মী।

হামলায় শুভাশীষ চাকমা কপালে আঘাত
পেয়েছেন। এছাড়া গণতান্ত্রিক ছাত্র জোটের নূজিয়া হাসিন রাশা ও আনাতোলিয়ানা স্কাইয়াসহ
আরো কয়েজনের ওপরও হামলা হয়েছে বলে জানা গেছে।

ছাত্র জোটের নেতৃবৃন্দ অভিযোগ করে
বলেছেন, গতকাল (২৭ জুন) কুমিল্লা টাউন হলে রোডমার্চে অংশগ্রহণকারী সাংস্কৃতিক
সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠি একটি পথনাটক মঞ্চায়ন করে। নাটকে তারা চট্টগ্রাম বন্দর,
করিডোর নিয়ে দেশের জন্য খারাপ দিকগুলো উপস্থাপন করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনকারীদেরকে “বিচ্ছিন্নতাবাদী” হিসেবে আখ্যায়িত করে। ফলে এ নিয়ে প্রতিক্রিয়া
সৃষ্টি হয়।

উদীচীর এ ধরনের আপত্তিকর উপস্থাপনা নিয়ে
গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে শুভাশীষ চাকমাসহ নেতৃবৃন্দ রোডমার্চ আয়োজক
কমিটির সাথে আলোচনা করেন। কিন্তু এর সঠিক জবাবদিহিতা নিশ্চিত হয়নি।

এরপর আজ শনিবার (২৮ জুন) সকালে রোডমার্চ
কুমিল্ল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ফেনীতে তারা সমাবেশ করেন। এ সময়
গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা কুমিল্লা টাউন হলে উদীচীর উপস্থাপন করা
আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের জন্য বললেও তা প্রত্যাহার করা হয়নি। পরে ছাত্রজোটের
নেতৃবৃন্দ উদীচীর বক্তব্য প্রত্যাহারের দাবি করে নানা শ্লোগান দেন। পরে রোডমার্চের
আয়োজক নেতৃবৃন্দের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করা হয় এবং বলা হয় যে,
উদীচীর লোকজন আর রোডমার্চের সাথে চট্টগ্রামে যাবে না। তারা এখান থেকে ঢাকায় ফিরে
যাবে।

কিন্তু ফেনী থেকে রোডমার্চ
চট্টগ্রাম অভিমুখে যেতে থাকলে উদীচীর লোকজন ঢাকায় ফিরে না গিয়ে তাতে যুক্ত হয়।
রোডমার্চটি বিকাল পৌনে ৫টায় গন্তব্যস্থল চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এরপর সেখানে
সমাপনী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ চলাকালে উদীচীর
লোকজন যথারীতি তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে থাকে। এ সময় গণতান্ত্রিক ছাত্র
জোটের পক্ষ থেকে আবারো কুমিল্লা টাউন হলে প্রদর্শিত পথনাটকে পার্বত্য চট্টগ্রামে
আন্দোলনকারীদের নিয়ে আপত্তিকর উপস্থাপনা প্রত্যাহারের জন্য দাবি করা হয়। এক পর্যায়ে
এ নিয়ে বাগবিতণ্ডার জেরে উদীচী ও বাংলাদেশ যুব ইউনিয়নের লোকজন রোডমার্চে অংশ নেয়া গণতান্ত্রিক
ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তারা দলীয় পতাকা বাঁধা লাঠি দিয়ে
ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর আঘাত করে। এতে পিসিপি নেতা শুভাশীষ চাকমা কপালের
বামপাশে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া নূজিয়া হাসিন রাশা,
আনাতোলিয়ানা স্কাইয়া সহ আরো কয়েকজন আক্রমণের শিকার
হন বলে জানা গেছে।

এ ঘটনায় গণতান্ত্রিক
ছাত্র জোটের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাংবাদিকদের সামনে নানা প্রতিক্রিয়া
ও প্রতিবাদ জানিয়েছেন। তারা উদীচী ও যুব ইউনিয়নের এ আক্রমণকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের
স্টাইল বলে মন্তব্য করেন এবং উদীচী ফ্যাসিস্টের মতো কথা বলা শুরু করেছে বলে অভিযোগ
করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *