রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Google Alert – প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২৪ আগস্ট শুরু হয়ে টানা তিন দিন এ সম্মেলন চলবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে অন্তর্বর্তী সরকার তিনটি বড় সম্মেলনের আয়োজন করছে। এর প্রথমটি ২৪ আগস্ট কক্সবাজারে শুরু হবে। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে সবচেয়ে বড় সম্মেলন হবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহায় আরেকটি সম্মেলনের আয়োজন করা হবে।

কক্সবাজারের সম্মেলনকে ঘিরে শফিকুল আলম বলেন, “রোহিঙ্গারা যে মানবিক সংকট ও গণহত্যার শিকার হয়েছেন, সেটি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা সহজ নয়। তবে এই সম্মেলনে রোহিঙ্গারা সরাসরি অংশ নিতে পারবেন, নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন।”

তিনি আশা প্রকাশ করেন, কক্সবাজারের সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন । সম্মেলনটি চলবে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *