রোহিতদের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের

Google Alert – বাংলাদেশ

ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী মাসের দ্বিতীয়ার্ধে ভারতের বাংলাদেশে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো সরকারের সবুজ সংকেত পায়নি, জানাচ্ছে বিবিসি বাংলা। দিল্লির একাধিক সরকারি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, নির্ধারিত সময়ে এই সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

দিল্লি মনে করছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের শীতলতা রোহিতদের এই সফরের জন্য অনুকূল নয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সূত্র বলেছেন, ‘এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের ক্রিকেট দল গেলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাবে।’

এই অবস্থার কারণে বিসিসিআই সফর ‘রিশিডিউল’ করতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলছে। বিসিসিআই চাইছে এই সফর ২০২৬ সালে আইপিএলের পরে করতে। ভারতীয় বোর্ড মনে করছে, তখন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে এবং পরিবেশ ভালো হবে। তাই সরকার তখন আপত্তি নাও করতে পারে।

একজন বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ বোর্ডের সঙ্গে আমাদের সুসম্পর্ক বহু দিনের। এখন যদি কোনো কারণে সিরিজ না-ও হয়, পরে সেটা করা যাবে।’

এর আগে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করেছিল। তখনও কিছু উগ্র সংগঠন সিরিজ বাতিলের দাবি তুলেছিল। হ্যাশট্যাগ ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ ট্রেন্ড করেছিল ভারতের সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভারতের সরকার সিরিজ বাতিল করেনি কারণ ওই সিরিজে দুটি টেস্ট খেলা না হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হাতছাড়া হতো।

বর্তমানে সফর বাতিল হলেও ভারতের তেমন ক্রিকেটীয় ক্ষতি হবে না কারণ কোনো টেস্ট নেই। তাই বিসিসিআই মনে করছে সফর পিছিয়ে দেওয়া যেতে পারে। ভারতের নতুন বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রাজীব শুক্লা। তাকে ‘মধ্যপন্থি’ বলা হয় এবং তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেন বলে অনেক বোর্ড কর্মকর্তা আশা করছেন।

তবে সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত সফর নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। ভারতের কর্মকর্তারা মনে করছেন, রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক হলে আবারও দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক মজবুত হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *